১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অগ্নি নির্বাপক সুরক্ষা সপ্তাহ সারা রাজ্যই পালিত হল। এ উপলক্ষে খোয়াই অগ্নি নির্বাপক সংস্থা আগামীকাল শনিবারে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, দুর্ঘটনা এবং অগ্নি নির্বাপক ঘটনায় উদ্ধারকার্য সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রদর্শনী, ও সচেতনতা শিবির করতে যাচ্ছে। অগ্নি নির্বাপক সুরক্ষা সপ্তাহের অনুষ্ঠানের পূর্বে অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা শুক্রবার দুপুরে একটি অনুশীলনে অংশগ্রহণ করে। এই অনুশীলনে দ্বিতল বাড়িতে আটকে থাকা লোকজনদের উদ্ধার করা, আগুন নেভানোর কাজে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার এবং আগুন নেভানোর কাজে ফোম স্প্রে ব্যবহার ইত্যাদি অনুশীলন করেন সংস্থার কর্মীরা।