অটো এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জন!ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ বড়জলা সড়কের বড়জলা রামঠাকুর সেবা মন্দিরের সামনে।

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী পুরুষ মিলে আহত হয় ৮ জন। ঘটনাটি বৃহস্পতিবার দিন বেলা আড়াইটায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বিশ্রামগঞ্জ বড়জলা সড়কের বড়জলা রামঠাকুর সেবা মন্দিরের সামনে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী টি আর ০৭ _১৯৫৭ নম্বরের একটি যাত্রীবাহী তিন চাকার অটো গাড়ি বিশ্রামগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে চিকন ছড়া যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা টি আর ০৭এফ ০৬৪১ নম্বরের একটি দামি বিলাসবহুল সুইফট গাড়ি র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিলাসবহুল দামি সুইফট গাড়ির ধাক্কায় তিন চাকা অটো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে বড়জলা রামঠাকুর সেবা মন্দিরের চতুর্পার্শ্বের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। যাত্রীবাহী অটো গাড়ির মধ্যে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকে। কমবেশি অটো গাড়িতে থাকা প্রত্যেক যাত্রী আহত হয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এলাকাবাসীদের বয়ান অনুযায়ী বিলাসবহুল সুইফট গাড়িটি রং সাইডে এসে যাত্রীবাহী অটো গাড়িতে ধাক্কা মারে। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হল দীপা রানী দেববর্মা ১৮
শ্যাম কুমার দেববর্মা ৪৯
শুক্লা রানী দেববর্মা ৩৯
সুকু দেববর্মা ২৭
সুমু লক্ষী দেববর্মা৪৫
বৃদ্ধি রানী দেব বর্মা ৫৪
শম্ভু দেববর্মা ৬০
মঙ্গল দেববর্মা ৬০

আহতদের প্রত্যেকের বাড়ি জম্পুইজলা ব্লকের চিকন ছড়া ভিলেজ এলাকায়। প্রত্যেক বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ এর সাপ্তাহিক বাজার। জম্পুইজলা ব্লকের দুর্গম পাহাড়ি এলাকার জনজাতি অংশের মানুষ প্রত্যেক বৃহস্পতিবার দিন বিশ্রামগঞ্জ বাজারে আসে সাপ্তাহিক বাজার করার জন্য। বৃহস্পতিবার দিন ও বাজার শেষ করে তারা চিকন ছড়া নিজেদের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার মধ্যে পড়ে আহত হয় প্রত্যেকে। আহতদের মধ্যে কয়েকজনকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুটি গাড়িকে আটক করে। যান দুর্ঘটনা কমার কোন লক্ষন নেই বিশ্রামগঞ্জ থানা এলাকার জাতীয় সড়কসহ বিভিন্ন সড়কগুলোতে। প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনা। আর এই যান দুর্ঘটনার ফলে প্রতিদিন বিপদে পড়ছে পথচারী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষজন। যান দুর্ঘটনা বৃদ্ধিতে আতঙ্কিত বিশ্রামগঞ্জ এলাকার সাধারণ নাগরিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আগামী কিছুদিন মধ্যে ১৫০০ শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে – মুখ্যমন্ত্রী
Next post ফায়ার সার্ভিসের এম্বুলেন্সে করে টানা হচ্ছে জলের ড্রাম!
%d bloggers like this: