বক্সনগর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে একটি টাটা জেস্ট প্রাইভেট গাড়ি যার নম্বর TR07B0580 এটি সামনে থাকা একটি অটু যার নম্বর TR07A3821 যার চালক ছিলেন সাইফুল ইসলাম পিতা জালাল মিয়া নয়নজলা এবং গাড়ি চালক সুশিল সূত্রধর বাবা সূভাষ সূএধর।প্রাইভেট গারিটি বিশালঘর থেকে বক্সনগর আসার পথে ঐ স্তানে এসে অটু গারির পেছনে সজোরে টক্কর মারলে দুটি গারিই উল্টে যায়।ঘটনা টি ঘটে দুপুর ২ টার সময় পরে খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজন কে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই হাপানিয়া হাসপাতালে রেফার করে।অটু চালক গুরতর আঘাত পেয়েছে বলে জানান বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ শ্যাম দেববর্মা।