রাজ্য সরকার যখন পর্যটন শিল্পের উপর গুরুত্বারোপ করেছে ,ঠিক তখনই পর্যটন উন্নয়ন নিগমের সাইনবোর্ড পড়ে রয়েছে ফুকু হয়ে | রাজ্য সরকার ও পর্যটন দফতর যখন রাজ্যের পর্যটনের বিকাশে কোটি কোটি টাকা ব্যয় করছে ঠিক তখনই হেলদোল ছেড়ে বসে রয়েছে সেত মহলে অবস্থিত পর্যটন উন্নয়ন নিয়ম | বলতে গেলে নিগম কর্তার চক্ষু হয়ে রয়েছে অন্ধ ধৃতরাষ্ট্রের মত | সেত মহলের চূড়ায় যেই সাইনবোর্ডেটি লাগানো হয়েছে , সেটা দেখে কারও বোঝার ক্ষমতা নেই সেখানে কি লেখা রয়েছে | দুই দুইটি সাইনবোর্ড বসে আছে ফুকু অবস্থায় | যেখানে বহির রাজ্য তথা বহির্বিশ্বের পর্যটকরা এসে প্রথমেই নিগমে এসে যোগাযোগ করবে সেখানে নেই একটি ভালো সাইনবোর্ড | কি করে চিনবে পর্যটন নিগম অফিস যে এটা | পর্যটকদের ধারনাই বাকি কি হবে অফিসের এই কদর্য চেহারা দেখে | রাজ্য সরকারের পর্যটন দফতর এখনই নজর দেওয়া উচিত পর্যটন নিগম অফিসের দিকে | নতুবা পর্যটকদের কাছে আখেরে নাক-কান কাটা যাবে রাজ্যের আপামর জনগণের | সমালোচনার ঝড় বইবে সরকারের ওপর | যেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীও পর্যটনের বিকাশ চাইছে সেখানে পর্যটন দপ্তরের এই হাল কেন প্রশ্ন সাধারণ নাগরিকদের |