শেখ হাসিনা উত্খাত হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা, প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যেই অসমে ভারতের মাটিতে ঢুকে একটি মন্দিরের মেরামতি রুখে দিল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। অভিযোগ, বৃহস্পতিবার অসম-বাংলাদেশ সীমান্তে অসমের মাটিতে ঢুকে পড়ে বিজিবি। এরপর শ্রীভূমি জেলায় খশিয়ারা নদীর তীরে একটি মন্দিরের মেরামতির কাজ রুখে দেয়।  বাংলাদেশের বাকিগঞ্জ পয়েন্ট থেকে স্পিড বোটে চড়ে বিজিবি জওয়ানরা মন্দিরের কাছে চলে আসে। সেইসময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার সন্ধেয় বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ বিজিবিকে বোঝাতে সক্ষম হয় যে পুরনো একটি মন্দিরের সংস্কার হচ্ছিল। কোনও নতুন কাঠামো তৈরি হচ্ছিল না। ওই বৈঠকের পর বিষয়টি মিটে যায়।

শ্রীভূমির ওই জায়গাটিতে যে মন্দিরটি রয়েছে তা হল মনষা মন্দির। সম্প্রতি অসম সরকার ওই মন্দিরটি সংস্কারের জন্য ৩ লাখ টাকা অনুদান দেয়। তার পরই মন্দির সংস্কারের কাজ শুরু হয়।

উল্লেখ্য, শ্রীভূমি জেলায় ভারত-বাংলাদেশের সীমান্ত রয়েছে মোট ৯৪ কিলোমিটার। এর মধ্যে ৪৩ কিলোমিটার নদী এলাকা। জেলার ৪ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চিকিৎসক মুখ্যমন্ত্রীর রাজ্যে আক্রান্ত চিকিৎসক! তাও শাসক দলের প্রতিনিধির হাতেই
Next post নোয়াপাড়া এলাকায় বিজেপি ও সিপিআইএমের সংঘর্ষ গ্রেপ্তার ২ সিপি আই এম কর্মী!
%d bloggers like this: