গত সোমবার রাতে রাজধানীর আইজিএম হাসপাতালে একটি গাড়ির গ্লাস ভেঙ্গে মুল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল। এবার এই ঘটনার তদন্ত করতে মাঠে নামলেন পশ্চিম জেলার পুলিশ সুপার । এদিন রাতে নিজের অসুস্থ শিশুর চিকিৎসার জন্য নিজ গাড়িতে করে রাজধানীর আইজিএম হাসপাতালে এসেছিলেন বিশালগড়ের বাসিন্দা জয়দ্বীপ সাহা নামে এক ব্যক্তি। এরপর গাড়িটি আইজিএম হাসপাতালের গেইটে পার্কিং করেন তিনি।কিন্তু এক ঘন্টা পর এসে দেখেন গাড়ির গ্লাস ভাঙ্গা।নগদ টাকা সহ সোনার চেইন গাড়ি থেকে চুরি হয়ে গেছে।এই ঘটনার পর ঘটনার তদন্তের জন্য মঙ্গলবার রাতে আচমকা পশ্চিম জেলার পুলিশ সুপার অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে হাসপাতালে গিয়ে সিসি টিভি ক্যামেরার ফুটেজ চেক করেন।এবিষয়ে পুলিশ সুপার বলেন, হাসপাতালের একটি সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এক যুবক গাড়ির গ্লাস ভেঙ্গে একটি সোনার চেইন নিয়ে পালিয়ে গেছে। ওই যুবককে আংশিক সনাক্ত করা হয়েছে। হাসপাতালের আরও সিসি টিভি ফুটেজ দেখে পুরোপুরি সনাক্ত করে খুব শীঘ্রই তাকে আটক করা হবে বলে তিনি জানান।