কথায় আছে জোর যার, মুলুক তার। আর এই জোর খাটিয়ে চলছে শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। এমনই একটি ঘটনা সামনে এল মঙ্গলবার সকালে রামনগরস্থিত জয়পুর এলাকায়। এই এলাকার বাসিন্দা আব্দুল করিম। উনার একটাই অপরাধ যে তিনি সি পি আই এম দলের সমর্থক। এই সুবাদে সদ্য সম্পন্ন হওয়া বিধানসভা নির্বাচনের পর থেকে আব্দুল করিম বড়ির বাইরেই রাত কাটাচ্ছেন । এর কারণ এলাকার কিছু সংখ্যক বিজেপি দলের লোকদের হুমকির কারণে তিনি বাড়িতে আসতে পারছেন না । তিনি বাড়িতে না আসায় আব্দুল করিমের স্ত্রী ও এক মেয়ে বাড়ীতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। মঙ্গলবার সকালে আব্দুল করিম নিজ বাড়িতে আসার পরই বাঁধে বিপত্তি। শাসক বিজেপি আশ্রিত এক দল দুষ্কৃতি আব্দুল করিমের বাড়িতে এসে কোন কিছু না বুঝে উঠার আগেই মারধর শুরু করে বলে অভিযোগ। দুষ্কৃতিদের মারধরে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল। আহত হয় উনার মেয়েও।