আসন্ন বাঙ্গালীর প্রিয় উৎসব শারদোৎসব।মাঝখানে আর মাত্র দুই মাস বাকি। তাই আসন্ন শারদোৎসবকে সামনে রেখে বুধবার সকালে খুঁটি পুজোর আয়োজন করে রাজধানীর শিবনগরস্থিত মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল।এদিন বৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করেই খুঁটি পুজা সংগঠিত করা হয় ক্লাব প্রাঙ্গনে।পূজায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্যী সহ অন্যান্যরা।প্রসঙ্গত, রাজধানীর হাতে গুনা কয়েকটি বনেদি ক্লাবের মধ্যে একটি হল মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল।প্রতিবছরই দূর্গা পুজোর দিন গুলিতে দর্শক টানতে থিম ভিত্তিক পুজো করে থাকে ক্লাব কর্তৃপক্ষ। এবছরও থিম ভিত্তিক পুজো করার উদ্যোগ নিয়েছে তারা।