মাঝে কয়েক ঘন্টা বাদেই ইংরেজি ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নেবে ২০২২। নিয়ম মেনে আগমন হবে নতুন বছর ২০২৩ এর। তাই পুরনোকে বিদায় ও নতুনকে স্বাগত জানাতে পাশ্চাত্য এই দুনিয়ায় চলছে এখন জোরদার প্রস্তুতি। নিয়ম মেনে রাত বারোটা বাজলেই নতুনকে স্বাগত জানাবে মানুষ। গেল একটি বছরে প্রাপ্তি যেন রয়েছে অনেক, তেমনি অনেক ঘাত প্রতিঘাতেরও সাক্ষী রয়েছে বহু। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলিকে দূরে রেখে এবং স্মরণীয় ঘটনাগুলি স্মৃতিতে জড়িয়ে আসছে বছর প্রত্যাশা মত হবে, সেই আকাঙ্ক্ষা নিয়েই নতুনকে স্বাগত জানাবে সব অংশের মানুষ। সেটাই স্বাভাবিক। নিয়ম মেনে গতির পথে চলা নতুন বছরকে যেন এবারো খানিকটা আগে স্বাগত জানালো রাজ্যের পরিধি স্কুল বলে পরিচিত শ্রীকৃষ্ণ মিশনের ছাত্র-ছাত্রীরা। সপ্তাহের শেষ, মাসের শেষ ও বছরের শেষ দিন শনিবার এমনটাই দেখা গেল কোন প্রাঙ্গণে। একপ্রকার উৎসবের আমেজেই এদিন ২০২৩কে বরণ করে নিল পড়ুয়ার। স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষিকারা প্রত্যেকেরই প্রত্যাশা আসছে দিন সবার মনে আনন্দ বয়ে আনবে।