বিপুল পরিমাণ টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত শিবসেনা নেতা সঞ্জয় রাউত। ১ হাজার ৩৪ কোটি টাকার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে রবিবার সঞ্জয় রাউতকে আটক করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি।
এদিকে, ইডিকে গ্রেফতারের পর হুমকি দিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে যদি মিথ্যের উপর ভিত্তি করে এই জিনিস করে ইডি, তাহলে এর জন্য মূল্য দিতে হবে ইডিকে। এখানেই শেষ নয়, এদিন ইডি-র দফতরে ঢোকার আগে জনপ্রিয় চলচ্চিত্র পুস্পার আল্লু অর্জুনের ঢঙে সঞ্জয় রাউত স্পষ্ট বলেন, শিবসেনা ঝুকেগা নেহি।
উল্লেখ্য, পাত্র চাওল জমি কেলেঙ্কারির তদন্ত শুরু করার পর, বেশ কয়েকদিন ধরেই তত্পরতা লক্ষ করা যাচ্ছে ইডি-র তদন্তে। রাজ্যে সরকার বদলের পর থেকেই তদন্তে তত্পরতা দেখা দেয়। একনাথের সরকার আসার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায় যে, এবার হয়ত গ্রেফতার করা হতে পারে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে। এবার সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল।