ইনফ্লুয়েঞ্জা সতর্কতায় শনিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচটিব এবং স্বাস্থ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। মূলত, ইনফ্লুয়েঞ্জার সতর্কতা জানানোর পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার বাড়বাড়ন্তের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজেশ ভূষণ।জানা গিয়েছে, এদিন নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী এবং স্বাস্থ্য আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। সেই বৈঠকেই ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়ে বিশেষ নজর দেওয়া এবং ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকের পরই সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচটিব এবং স্বাস্থ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।এদিন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ঋতু পরিবর্তনের সময় ইনফ্লুয়েঞ্জা একটি সাধারণ ঘটনা। তবে বর্তমান পরিস্থিতিতে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন ঘটেছে। ফলে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ বাড়ছে। এপ্রসঙ্গে তিনি মানুষের আচরণগত পরিবর্তনগুলিও উল্লেখ করেছেন। যেমন, বর্তমানে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি পর্যাপ্ত মনোযোগ দেওয়া হচ্ছে না। পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই হাঁচি এবং কাশির ফলে ইনফ্লুয়েঞ্জা A (HINI, H3N2 ইত্যাদি), অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ পরিবেশে সহজেই ছড়িয়ে পড়ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সারারাজ্যের সাথে ৬ আগরতলা কেন্দ্রে বিজেপি বিজিত প্রার্থী পাপিয়া দত্ত কে সঙ্গে নিয়ে বের করা হয় বিজয় মিছিল
Next post RJD সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে-মেয়ের বাড়িতে যকের ধন উদ্ধার হল lফের কোটি কোটি টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারীরা। বাজেয়াপ্ত হয়েছে কয়েক কেজি সোনার গয়নাও
%d bloggers like this: