লাগাতার বৃষ্টি চলছে উত্তরপ্রদেশের আলিগড়। তার জেরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ি। তার নীচে চাপা পড়ল ৭ শিশু। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা আম আদমি পার্টির রাজ্য সভার সদস্য হরভজন সিং। নিহত ও আহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।