দুইদিনের রাজ্যে সফরে এসে দ্বিতীয় দিন তথা সোমবার সকালে ৫১ পিঠের এক পিঠ মাতাবাড়িতে পুজা দিতে আসেন ভারতীয় জনতার পার্টির রাষ্ট্রিয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ও তার সহধর্মিনী। ভারতীয় জনতার পার্টির রাষ্ট্রিয় সভাপতিকে মাতাবাড়িতে স্বাগতম জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এদিন রাষ্ট্রিয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সহ সহধর্মিনী প্রথমে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিয়ে মায়ের আশীর্বাদ নেন এবং পরে মায়ের মন্দিরে থাকা শিব মন্দিরেও পূজা দেন ভারতীয় জনতার পার্টির রাষ্ট্রিয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সহ সহধর্মিনী। পরে মায়ের দীঘি তথা কল্যাণ সাগরে গিয়ে মাছ ও কচ্ছপ কে খাবার দেন। এদিন বিজেপি রাষ্ট্রিয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সাথে মাতাবাড়িতে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিনোধ শোনকর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়া নীতি দেব সহ ভারতীয় জনতার পার্টির অন্যান্যা কার্যকতারা। বিজেপি রাষ্ট্রিয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার মাতাবাড়ি পূজা দিয়ে কিছুখন মাতাবাড়ি ভিয়াপি রুমে বিশ্রাম করার পর, খুমলুঙে জনসভায় যোগ দিতে উদয়পুর থেকে খুমলুঙের উদ্দেশ্যে চলে যায়।