আজ দিনটি ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী।তারই অঙ্গ হিসাবে কলসিমুড়া বাজার প্রাঙ্গণে বক্সনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদার সহিত। গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক এবং মাল্যদান করা হয়।এদিন কংগ্রেসের নেতৃত্ব রত্নেশ্বর দাস জাতীয় পতাকা উত্তোলনের করেন। কিন্তু ভারতের জাতীয় পতাকা উল্টো ভাবে উত্তোলন করা হয়েছে তা নিয়ে গোটা বক্সনগর এলাকায় ছিঃ ছিঃ রব পড়েছে।বক্সনগর কংগ্রেসের এই হলো হাল বেহাল চিত্র।যেই নেতাদের হাতে নেতৃত্বের তারাই দেশের জাতীয় পতাকা কিভাবে তুলবে সেটাও জানে না। জাতীয় পতাকাকে এক প্রকার অবমাননা ও সম্মান হানি হয় ।