ঊষা বাজার ভারত রত্ন সংঘের সম্পাদক দূর্গা প্রসন্ন দেবের হত্যা মামলায় নয়া মোড়! পুলিশ গ্রেফতার করেছে এক লাস্যময়ী নারীকে। তার নাম সুস্মিতা সরকার । বাড়ি উষা বাজারেই।জানা গেছে এই নারী ছিল দূর্গা প্রসন্নের অবৈধ প্রেমিকা! আর পুলিশের সূত্রে খবর, দুর্গা প্রসন্ন গ্রুপের সমস্ত খবরাখবর প্রতিপক্ষ গোষ্ঠীর নেতা রাজু বর্মনের কাছে পাঠিয়ে দিতো সুস্মিতা। এই সন্দেহ থেকেই বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেফতার করেছে সুস্মিতা সরকারকে। এয়ারপোর্ট থানা থেকে পশ্চিম মহীলা থানায় এনে রাত আনুমানিক ১১টা থেকে চলছে জিজ্ঞাসাবাদ। এখন এটাই দেখার এই নারীর সূত্র ধরে পুলিশ আসল আসামি পর্যন্ত যেতে পারেন কিনা! তবে বিশেষ সূত্র এটাও বলছে ঘটনার মাস্টারমাইন্ড কে আড়াল করতে এয়ারপোর্ট থানার ওসি মোটা অংকের টাকা হাতিয়েছে!