কলকাতা: ভোটের আগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে তোলপাড় রাজ্যের প্রশাসনিক মহল। অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। একসাথে সাসপেন্ড করা হয়েছে মোট ৪ জন অফিসারকে। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন WBCS অফিসারও

সূত্রের খবর অনুযায়ী, সাসপেন্ড হওয়া অফিসাররা হলেন—

  • বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী

  • AERO তথাগত মণ্ডল

  • ময়নার ERO বিপ্লব সরকার

  • AERO সুদীপ্ত দাস

জাতীয় নির্বাচন কমিশনকেও এই পদক্ষেপের কথা জানানো হয়েছে বলে খবর। ফলে ভোটের আগেই রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে— সাসপেনশন হলেও কেন FIR দায়ের করা হয়নি এই অফিসারদের বিরুদ্ধে? বিশেষজ্ঞদের একাংশের মতে, শুধু সাসপেনশন নয়, এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হওয়া উচিত।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ঘটনা প্রশাসনিক তৎপরতার বড় প্রমাণ হলেও, একই সঙ্গে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে নতুন সন্দেহ।

মামলার পরবর্তী পদক্ষেপে এখন সবার নজর নির্বাচন কমিশনের দিকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিহারের বিশেষ ও নিবিড় পরিমার্জন মামলা: রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট
Next post আধারই ‘শেষ কথা’, নির্বাচন কমিশনকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের! SIR নিয়ে বড় কথা
%d bloggers like this: