ইস্ট রতনপুর এডিসি ভিলেজে ত্রিং উৎসবে গোলাঘাটি ও টাকারজলা বিধানসভায় উন্নয়নে এক কোটি টাকার দান করার ঘোষণা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সম্মান করি কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদীর বিদেশী নীতিকে কোনভাবেই মেনে নেওয়া যায় না। সিন্ধু সভ্যতা থেকে কোন বড় সভ্যতা নেই। শনিবার রাতে টাকারজলা বিধানসভায় ইস্ট রতনপুর এলাকায় আয়োজিত ত্রিং উৎসবে এমনটি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়যুক্ত করায় বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই সহ তিপা মথা সমস্ত কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন সাংসদ। এই দিনে সাংসদ বিপ্লব কুমার দেব কে টাকার জলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা মুক্তিদাতা বলে সম্বোধন করেন।