মনুভ্যালি চা বাগান এলাকায় এক গৃহবধূকে মদের বোতল ভেঙ্গে পেটের মধ্যে ঢুকিয়ে দেয় জামাই। সংবাদে প্রকাশ নকুল বাউরী প্রায় সময়ই মধ্যপান করে এসে তার স্ত্রী পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারপিট চালায় বলে অভিযোগ।।শনিবার রাতে নকুল বাউরী এবং তার বোনের জামাই স্বপন বাউরী মিলে পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারপিট চালায় এবং কোন এক সময় নকুল বাউরী এবং তার বোনের জামাই স্বপন বাউরী মিলে মদের বোতল ভেঙ্গে পূর্ণিমা বাউরির পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এতে করে গুরুত্ব ভাবে আহত হয় পূর্ণিমা বাউরি পূর্ণিমা বাউরির চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ভিড় জমান পাশাপাশি খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে তরিঘরি ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতর আহত পূর্ণিমা বাউরিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে পূর্ণিমা বাউরী সংকটজনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন পূর্ণিমা বাউরী উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।