সঠিক সময়ে স্কুলে পৌঁছতে না পারায় একাদশ শ্রেণীর এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল গুণধর এক শিক্ষকের বিরুদ্ধে, ঘটনা বিশালগড় ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
ঘটনা বিবরনের জানা যায় শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ বিশালগড় ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র সাদেক মিয়া সঠিক সময়ে স্কুলে পৌঁছতে না পারায় স্কুলের শিক্ষক সমীর দেব ক্ষিপ্ত হয়ে একাদশ শ্রেণির ছাত্র সাদেক মিয়াকে বেধড়ক ভাবে মারধর করে।
পরবর্তী সময়ে আক্রান্ত একাদশ শ্রেণির ছাত্র সাদেক মিয়া ও তার পরিবার গুণধর শিক্ষক সমীর দেবের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করেন।
মামলা হাতে নিয়ে বিশালগড় ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছুটে যান বিশালগড় থানার পুলিশ।
পুলিশকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেন গুণধর শিক্ষক।
আক্রান্ত একাদশ শ্রেণির ছাত্র সাদেক মিয়ার জানান এই গুণধর শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং রাজ্যের শিক্ষা মন্ত্রী এই গুণধর শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে আক্রান্ত ছাত্র।
অন্যদিকে রাজ্যের শিক্ষা মন্ত্রী রাজ্যে শিক্ষার ব্যবস্থা উন্নতি দিন দিন বেড়েই চলছে, আর অন্যদিকে কিছু কিছু অসাধু শিক্ষকদের ধরুন শিক্ষার ব্যবস্থা বেহাল দশা ঘটে চলছে, তাতে ছাত্রছাত্রীরা কতটুকু উপকৃত হবে এবং কিরকম শিক্ষায় শিক্ষিত হবে এটায় দেখার বিষয়।