ধনপুরের কমিউনিটি হল প্রাঙ্গনে শনিবার অনুষ্ঠিত হলো, সোনামুড়া প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে এক দিবসীয় পশু পাখির মেলা ও আলোচনা সভা।
আলোচনা সভার উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রাক্তন উপ মন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া আলোচনায় অংশ নিয়েছেন বিধায়ক বিন্দু দেবনাথ ও স্বাগত ভাষণ রাখেন সোনামুড়া প্রাণিসম্পদ দপ্তরের উপ-অধিকতা সঞ্জয় দে।
কর্মসূচির প্রথম পর্বে, গবাদিপশু গুলি, অন্যান্য পশু পাখিগুলি প্রত্যক্ষ করেন প্রতিমা ভৌমিক ও বিধায়ক বিন্দু দেবনাথ সহ দপ্তরের আধিকারিক এবং কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা।
মেলায় শামিল পড়ানো হয়েছিল ৫০টি উন্নত মানের দুগ্ধজাত গাভী, বিভিন্ন প্রজাতির হাস মোরগ সহ খরগোশ ইত্যাদি।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেই আলোচনা সভায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কেন্দ্রীয় প্রাক্তন উপমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রধান বক্তার ভাষণে তিনি গো পালকদের যথেষ্ট প্রশংসা করেন এবং আগামী দিন আরও বেশি করে গবাদি পশু লালন পালনের জন্য পরামর্শ দেন। দ্বিতীয় বক্তা বিধায়ক বিন্দু দেবনাথ আলোচনায় তুলে ধরে যে বিগত বামফ্রন্ট আমলে এই জাতীয় কর্মসূচি ছিল না। বর্তমান বিজেপি পরিচালিত সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে গোপালগদের প্রতি যথেষ্ট চিন্তাশীল হয়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছেন দপ্তরের মাধ্যমে। শুধু তাই নয়! প্রতিটি পঞ্চায়েতের মাধ্যমে ই বিনামূল্যে পশুপাখি বাচ্চা বিতরণ করা হয়। কাজেই এই জাতীয় কর্মসূচি আগামী দিন যাতে প্রতিটি ব্লক এলাকায় প্রতিযোগিতামূলক করা হবে।
মেলায় আগত যে সমস্ত পরিবার গবাদি পশু নিয়ে এসেছেন মেলায় তাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় , স্থানে যারা রয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয়। এছাড়া মেলায় একাধিক স্টল খোলা হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post হিন্দি সিনেমার কায়দায় আক্রমন! রক্তাক্ত এক মহীলা
Next post মৎস মন্ত্রীর হাত ধরে সিপাহীজলা জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন*
%d bloggers like this: