কাকড়াবন থানার ওসি সুবিমল বর্মনের অপদার্থতায় মেলাতে আসা এক নিরীহ সাধারণ পূর্ণার্থীকে পেটালো টিএসআর কর্মী। ঘটনায় চাপা উত্তেজনা কাকড়াবনে ঘটনাস্থলে ছুটে আসতে হয় বিধায়ক কে। গত রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাত ধরে কাকড়াবন চরক উৎসবের শুভ আরম্ভ হয়। আর এই চড়ক উৎসবের দ্বিতীয় দিনে মেলাতে আশা এক পূর্ণার্থীকে টিএসআর কর্মীর হাতে কর্মীর হাতে শারীরিকভাবে নিগ্রহ হতে হয়। সে মেলাতে বাইক নিয়ে পার্কিং এর রাখার সময় TSR কর্মী দাবি করো ওনাকে টাকা দেওয়ার জন্য। শিক্ষিত ভদ্র সে যুবক টাকা না দেওয়ায় ওর উপর আক্রমণ চালায় নিষ্কমা ওসি সুবিমলের গুন্ডা বাহিনী। তবে সর্বজনীন মেলাতে কি কারনে এবং কার নির্দেশেই বা কাঁকরাবন থানার পুলিশ গুন্ডামিতে মাতলো এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে জনমনে। এদিন অনেককেই বলতে শোনা যায় কাঁকরাবন থানার ওসি সুবিমল বর্মনের অপদার্থতায় এবং নির্দেশেই এই ঘটনা ঘটিয়েছে টিএসআর কর্মী। যেখানে রাজ্য সরকার মেলাগুলোকে আকর্ষণীয় করে পূর্ণার্থীদের মেলা মুখী করতে সচেষ্ট ভূমিকা পালন করছেন সেই জায়গায় এই রূপ পুলিশ, টিএসআর এর গুন্ডামির ফলে সরকারের সমস্ত ভূমিকা ভেস্তে যাচ্ছে। স্থানীয় লোকজনরা বলছে কাঁকড়ার থানার বর্তমান ওসি রাজ্য সরকারকে কালেমা লিপ্ত করার জন্য নানা অপর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগ থেকেই। এখন দেখার বিষয় কাঁকড়াবন থানার নিষ্কর্মা ওসির বিরুদ্ধে কি প্রকার ভূমিকায় গ্রহণ করে আরক্ষা দপ্তর।