চুরি যাওয়া দুদুটি চার চাকার গাড়ি উদ্ধার করতে সক্ষম হল আগরতলার পূর্ব থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গত রবিবার দিন রাতে কলেজ টিলা এলাকা থেকে একটি মারুতি ইকো গাড়ি হাতিয়ে নেয় চোরচক্র। শুধু তাই নয় একই রাতে শহরের রাম ঠাকুর সংঘ এলাকা থেকে আরো একটি টাটা এইচ গাড়ি চুরি করে নিয়ে যায় চোরের দল। গাড়ির দুই মালিক সোমবার পূর্ব থানায় চুরির ঘটনাটি জানালে পুলিশ অভিযোগ মূলে তদন্ত নেমে দুটি গাড়িকেই উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে পুলিশ আটক করে এক চোরকে। মঙ্গলবার দুপুরে গাড়ি দুটি মালিকের হাতে তুলে দেয়। অভিযোগ জানানোর মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে পুলিশের অতি সক্রিয়তায় চুরি হওয়া গাড়ি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গাড়ির মালিকরা। এই প্রসঙ্গে সদরের এসডিপিও অজয় কুমার দাস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, এর পেছনে একটা চক্র রয়েছে। আশঙ্কা অবৈধ কাজকর্ম সংঘটিত করার জন্যই এবার চার চাকার গাড়িকে বেছে নিয়েছে চরচক্র। যদিও তদন্তেই সবকিছু বেরিয়ে আসতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দুষ্কৃতী হামলায় নিহত বিজেপি কর্মী প্রিত্যুষ দাসের বাড়িতে যান মুখ্যমন্ত্রী
Next post পারিবারিক অশান্তির জেরে আবারো গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ
%d bloggers like this: