লোকসভা নির্বাচনেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে প্রবল লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিল ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের এক মাস পেরোতে না পেরোতেই ফের এনডিএ-কে বড় ধাক্কা দিল ইন্ডিয়া জোট। ৭ রাজ্যের ১৩টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে ১১টি আসনেই জয়ের পথে বিরোধীরা। মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং তাদের জোট সঙ্গী নীতীশ কুমারের জেডিইউ।

যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গে চারটি আসনই দখল করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গেই নিজেদের দখলে থাকা তিনটি আসন হাতছাড়া হয়েছে বিজেপির।

পশ্চিমবঙ্গ বাদে যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল তার মধ্যে রয়েছে পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু। এর মধ্যে পঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয় পেয়েছে আম আদমি পার্টি। হিমাচল প্রদেশের তিন আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আজ। তার মধ্যে একটিতে জিতেছে কংগ্রেস। বাকি দুই আসনের মধ্যে একটি করে আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং কংগ্রেস। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর ডেহরা কেন্দ্র থেকে জয় পেয়েছেন।

এর পাশাপাশি উত্তরাখণ্ডের দুটি বিধানসভা আসন বদ্রীনাথ এবং মংগলৌরে উপনির্বাচন হয়েছিল। দুটি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের অমরওয়ার কেন্দ্রেও এগিয়ে রয়েছে কংগ্রেস। তামিলনাড়ুর বিকরাভান্ডি বিধানসভায় জয়ের পথে শাসক দল ডিএমকে। বিহারের রুপাওলি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির জোটসঙ্গী জেডিইউ-এর প্রার্থী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বুলডজার দিয়ে ভেঙ্গে ফেলা বাড়ি সফরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী!
Next post ধর্মনগর পুলিশের মদ বিরোধী অভিযান!
%d bloggers like this: