মে মাসের চরম তারপপ্রবাহ থেকে রেহাই পেতে সকলেই এখন বর্ষার অপেক্ষায়। কার্যত চাতক পাখির মত বর্ষা আসার অপেক্ষা করছে দেশ। কিন্তু এর মধ্যে দুঃসংবাদ শোনাল মৌসম ভবন। পিছিয়ে গেল চলতি বছরের বর্ষা আসার সম্ভাব্য সময়।IMD জানিয়েছে, প্রতি বছর কেরালাতেই প্রথম বর্ষা প্রবেশ করে। সাধারণত জুন মাসের প্রথম দিন ক্যালেন্ডারে বর্ষার আগমণী দিন। কিন্তু, এ বছর নির্দিষ্ট দিনে আসছে না বর্ষা। চলতি বছর চারদিন পিছিয়ে আগামী ৪ জুন বর্ষা প্রবেশ করতে চলেছে কেরালাতে। এমনটাই জানিয়েছে IMD।মঙ্গলবার এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে মৌসম ভবন। যেখানে উল্লেখ করা হয়েছে,, গত ১৮ বছর অর্থাৎ ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নির্দিষ্টি দিনেই বর্ষা প্রবেশ করে দেশে। ১লা জুন কেরালাতে শুরু হয় বৃষ্টি। ব্যতিক্রম ছিল ২০১৫, ২০২১ এবং ২০২২। ২০২১ সালে কেরালার বর্ষা প্রবেশ করেছিল ৩ জুন। আবার গত বছর বর্ষা নির্ধারিত দিনের আগেই ২৯ জুন ঢোকে কেরালায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ছয় দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Next post যান দুর্ঘটনায় নিহত এক।
%d bloggers like this: