পশ্চিম বাংলার কংগ্রেস দলের কর্মী তথা এডভোকেট
কৌস্তব বাগচী মমতা বন্দ্যোপাধ্যায় এর পুলিশের হাতে নিগ্রহের শিকার হন l এর প্রতিবাদে দীক্ষার জানালেন ত্রিপুরার বরিষ্ঠ আইনজীবী অরুণচন্দ্র ভৌমিক l এনিয়ে রাজ্যের আইনজীবী তথা প্রাক্তন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কলকাতা হাইকোর্ট দেড়শো বছর পুরনো হাইকোর্ট l এই হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচীকে থানায় নিয়ে হেনস্থা করা হয়েছে l এরপর দীর্ঘ ৮ ঘন্টা পর কোর্ট মুক্তি দিয়েছে উনাকে l নবান্যে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে আক্রমণ করেছে l এমনটা রাজনীতিতে হয় না l যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে বলে জানান রাজ্যের বরিষ্ঠ আইনজীবী অরুণচন্দ্র ভৌমিক l আমরা রাজনীতি করলে ব্যক্তিগত অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থাকে তাহলে ব্যক্তিগত আক্রমণের প্রশ্ন উঠে l নয়তো নয় বলে আইনজীবী অরুণচন্দ্র ভৌমিক জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সিবিআই, ইডি-র মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের ব্যবহার করা হচ্ছে।প্রধানমন্ত্রীকে চিঠি দিল বিরোধীরা।
Next post পুলিশের হাতে রক্তাক্ত মন্ত্রীর ভাই সহ কার্যকর্তারা !
%d bloggers like this: