শুক্রবার দুপুরে বিশালগড় নিচের বাজার কংগ্রেস ভবনে দীর্ঘ কয়েক মাস ধরে পুলিশের চোখে দুলো দিয়ে কংগ্রেস ভবনের ভিতরে ডিব্বি চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা।পরবর্তী সময়ে শুক্রবার দুপুরে বিশালগড় থানার পুলিশের কাছে গোপন খবর আছে সেই খবরে ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ কংগ্রেস ভবনে অভিযান চালিয়ে কংগ্রেস ভবন থেকে তিনজন নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।পুলিশের হাত থেকে পালিয়ে যায় কুখ্যাত নেশা সামগ্রী প্রান্তোষ সাহা ।পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ কুখ্যাত নেশা সামগ্রী মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত প্রান্তষের মোটরসাইকেলটি পুলিশ ধরতে সক্ষম হয়।পুলিশের হাতে গ্রেপ্তার তিন নেশা কারবারি হল জামাল হোসেন, সুজিত মোদক, অসিত মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।