নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে তৃতীয়বার সরকার গঠন করেছে এনডিএ। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে সরকারের লক্ষ্য জানিয়ে দিয়েছেন মোদী। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চায় এনডিএ। সেই লক্ষ্য পূরণেই এবার ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সংসদে কবে বাজেট পেশ করবেন তিনি? সেই তারিখও জানিয়ে দিল কেন্দ্র?

শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) জানান, সরকারের সুপারিশ মেনে সংসদের উভয় কক্ষে ২২ জুলাই থেকে বাজেট অধিবেশন শুরুর সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। সেই অধিবেশন চলবে ১২ অগস্ট পর্যন্ত। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হবে ২৩ জুলাই।

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চব্বিশের নির্বাচনে জিতে ফের ক্ষমতা এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। গত ২ জুলাই সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “তৃতীয়বার আমাদের সরকার তিন গুণ শক্তি দিয়ে কাজ করবে, তিন গুণ গতিতে ছুটবে। তিন গুণ ফল পাবে দেশের মানুষ। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। তৃতীয় মোদী সরকারের লক্ষ্য স্পষ্ট করে দেন তিনি।

আর এবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে তিনি নতুন রেকর্ড গড়তে চলেছেন। দেশের প্রথম কোনও অর্থমন্ত্রী পরপর সাতবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এর আগে মোরারজি দেশাই টানা ৬ বার বাজেট পেশ করেছিলেন। ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তিনি। পাঁচবার পূর্ণাঙ্গ বাজেট এবং একবার অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সংসদে রাহুল গান্ধীর ‘স্ট্যান্ড আপ’ পারফরম্যান্স, রাগাকে স্ট্যান্ড আপ কমেডিয়ান বলে কটাক্ষ সাংসদ কঙ্গনার
Next post নিজের স্ত্রীকে ঘুমে রেখে পরস্ত্রীকে গোপনে বিয়ে আইন রক্ষকের; থানায় মামলা
%d bloggers like this: