মালিকের সরলতার সুযোগে ঘরে হানা দিল ভাড়াটিয়া,৫ ভরি স্বর্ণালঙ্কার,১৭০০০০ টাকা নিয়ে চম্পট।সংবাদে প্রকাশ গত কয়েক দিন যাবত বহি‍ঃরাজ্যের এক যুবক যার নাম লিটন দেব কমলা সাগর বিধানসভা মতিনগর এলাকায় মৃত জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার বাড়িতে পাকা বিল্ডিংয়ের কাজ করছিলো।একটা সময় সেই বহিঃরাজ্যের শ্রমিক লিটন দেব অসহায় ভাবে জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার কাছে আবদার করে কোন জায়গায় ভাড়া থাকার মতো ব্যবস্থা নেই তার বাড়িতে থাকার ব্যবস্থা করে অনেক উপকৃত হবে। অবশেষে সেই লিটন মিয়া বহি রাজ্যের শ্রমিক লিটন দেবের সেই সরলতার কথা শুনে মনটা নরম করে তার বাড়ির মধ্যেই থাকার সুযোগ করে দেয়। যথারীতি তার বাড়ির পাশেই একটি ঘরে থেকে তার বাড়ির মধ্যে পাকা বিল্ডিং কাজ করছিল। গতকাল লিটন মিয়া এবং তার পরিবার তার শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। সেখান থেকে ফিরে বাড়িতে এসে দেখতে পাই তার ঘরের আলমিরা সম্পূর্ণ ভাঙ্গা অবস্থায় রয়েছে। মুহূর্তের মধ্যেই লিটন মিয়া এবং তার স্ত্রীর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। তিনি বলেন পাঁচ ভরি স্বর্ণালংকার ও দামি স্মার্টফোন,১৭০০০০ টাকা যে টাকা দিয়ে বাড়ির কাজ করার কথা ছিলো ।সেই টাকা এবং একটি দামি মোবাইল নিয়ে বহিঃরাজ্যের শ্রমিক রাতের অন্ধকারে এগুলি নিয়ে চম্পট দেয়। পরবর্তী সময়ে লিটন মিয়া এবং তার স্ত্রী একটা সময় কান্নায় ভেঙ্গে পড়ে কারণ দীর্ঘদিনের পরিশ্রমের সম্পদ গুলি তাদের সরলতার সুযোগ নিয়ে পালিয়ে যায় সেই যুব। খবর পেয়ে খবর পুলিশ ছুটে আসে। এদিকে লিটন মিয়ার স্ত্রী জানান বহিঃ রাজ্যের শ্রমিক লিটন দেব এরা যখন বাড়ি থেকে বেড়াতে গিয়েছিল সেই সুযোগে একটি গাছ দিয়ে দ্বিতল পাকা বাড়ির উপরে উঠে জানালার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে সবকিছু নিয়ে যাই। তিনি প্রশাসনের নিকট দাবী রাখলেন সেই অভিযুক্ত কে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে যাতে করে আর কোনদিন মালিকের সরলতার সুযোগ নিয়ে এসব কাজ সংগঠিত না করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অমিতাভ বচ্চন হত্যাকাণ্ডে আটক তাঁর নিজের বড়ভাই!
Next post ত্রিপুরা ইউনিভার্সিটির পাশে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা!
%d bloggers like this: