বিগত দুই দিনের হাল্কা বৃষ্টিতে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চলে সব্জি চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। হাল্কা বৃষ্টির ফলে মিস্টি লাউ, কাচা মরিচ,  চালকুমড়া, ঝিংগা ইত্যাদি সব্জি গুলো বৃষ্টির জলে জমিতে নষ্ট হতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত সব্জি চাষীরা চাইছেন কৃষি দপ্তরের আধিকারিকরা তাদের পাশে দাঁড়ানোর জন্য। উল্লেখ্য, গত ঊনত্রিশ ও ত্রিশ মার্চ শুক্রবার এবং শনিবার গোটা ঊনকোটি জেলার সাথে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় হাল্কা বৃষ্টি হয়েছিলো। এই হাল্কা বৃষ্টির ফলে কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের সমরুরমুখ এলাকার সব্জি চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের সমরুরমুখ এলাকার সব্জি গোটা কৈলাসহর মহকুমার পাশাপাশি ঊনকোটি জেলার কুমারঘাট এবং ঊনকোটি জেলার বাইরে উত্তর জেলার ধর্মনগর সহ আশপাশ এলাকার বাজার গুলোতে সমরুরমুখ এলাকার সব্জি বিক্রি হয়ে থাকে। সমরুরমুখ এলাকার নব্বই শতাংশ মানুষের মূল জীবিকা সব্জি চাষ করা। মনু নদীর পাশে অবস্থিত সমরুরমুখ এলাকার সব্জি চাষীরা সারাবছরই বিভিন্ন ধরনের সব্জি চাষ করে থাকেন এবং এই এলাকার সব্জি সুস্বাদু হয়ে থাকে বলে এই সমরুরমুখ এলাকার সব্জি চাহিদাও খুব বেশি। সমরুরমুখ এলাকার স্থায়ী বাসিন্দা পেশায় সব্জি ব্যবসায়ী নির্মল দাস, মনোরঞ্জন নম: শুদ্র, শ্যামল দাস, বাবলু নম: শুদ্র, মন্টু নম:রা জানান যে, বিগত দুই দিনের হাল্কা বৃষ্টি জমিতে প্রচুর পরিমান মিস্টি লাউ, ঝিংগা, কাচামরিচ, বেগুন, চালকুমড়া, ডুগী ইত্যাদি সব্জি গুলো বৃষ্টির জলে পচতে শুরু করেছে। আরও এক মাস পরে সব্জি গুলো জমি থেকে এনে বাজারজাত করলে ভালো টাকা পাওয়া যেত বলে সব্জি চাষীরা জানান। কিন্তু বৃষ্টির জলে সব্জি গুলো নষ্ট হতে শুরু করায় গ্রামের সকল সব্জি চাষীরা একসাথে সবগুলো সব্জি জমি থেকে তোলতে শুরু করেছেন। যার ফলে, সব্জি চাষীরা ব্যবসায়ীদের কাছে কম মূল্যে সব্জি বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে সব্জি চাষীরা জানান। সব্জি চাষীরা এও জানান যে, সব্জি চাষের সময় অর্থাৎ সব্জি ফলানোর জন্য সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন সব্জির বীজ এবং ঔষধ দিয়ে সাহায্য করা হয়েছিলো। এবং স্থানীয় সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দাস ব্যক্তিগত ভাবে সব্জি চাষীদের খোঁজ খবরও নিতেন বলে জানান সব্জি চাষীরা। বর্তমানে বিগত দুই দিনের হাল্কা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির ফলে ক্ষতিগ্রস্ত সব্জি চাষীরা চাইছেন তাদের পাশে স্থানীয় পঞ্চায়েত কিংবা কৃষি দপ্তরের আধিকারিকরা তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করার জন্য। যদিও সব্জি চাষীরা এও জানান যে, হাল্কা বৃষ্টির ফলে সব্জি নষ্ট হবার পর তাদের নিজেদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান কিংবা কৃষি দপ্তরের আধিকারিকদের জানান নি।

সমরুরমুখ গ্রামের সব্জি চাষীদের ক্ষয়ক্ষতির ব্যাপারে গৌরনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক পরাগ রায় চৌধুরীর সাথে যোগাযোগ করলে উনি এক সাক্ষাৎকারে জানান যে, সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের সমরুরমুখ গ্রামের সব্জি চাষীদের তেমন বেশি সব্জি জমিতে নেই। সামান্য কিছু সব্জি জমিতে রয়েছে। এরমধ্যে মিস্টিলাউ এবং চালকুমড়া কিছুটা নষ্ট হলেও হতে পারে। একত্রিশ মার্চ রোববার সকালেও হাল্কা বৃষ্টি হয়েছে এবং রোববার অফিস বন্ধ থাকায় উনি ভালো ভাবে খোঁজ খবর নিতে পারেন নি। তবে উনি আগামীকাল সমরুরমুখ গ্রামে যাবেন এবং সব্জি চাষীদের সাথে সরাসরি কথা বলবেন বলেও জানান। প্রয়োজন হলে দপ্তরের পক্ষ থেকে সব্জি চাষীদের সাহায্য সহযোগিতা করার চেষ্টাও করবেন বলেও জানান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ভারত বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশ? কে রয়েছে এর পেছনে?
Next post “সংবিধান বদলের চেষ্টা হলে দেশে আগুন্ন জ্বলবে” মোদীকে চরম হুঁশিয়ারি রাহুলের
%d bloggers like this: