গুজরাট সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটে বিজেপির গৌরব যাত্রাকে স্বাগত জানান অমিত শাহ। সেইসঙ্গে কাশ্মীর সমস্যার জন্য জওহরলাল নেহেরুকে দায়ী করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জওহরলাল নেহেরুর ৩৭০ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার ভুলের ফলে কাশ্মীরে অশান্তি সৃষ্টি হয়েছিল।
દરેક ચૂંટણીમાં ગુજરાતની જનતાએ ભાજપાને વિજયની હારમાળા પહેરાવી છે. 2022માં ફરી એકવાર બે તૃતિયાંશ બહુમતીથી ભારતીય જનતા પાર્ટીની સરકાર બનવાની છે. pic.twitter.com/1i2bWcm9t1
— Amit Shah (@AmitShah) October 13, 2022
দেশের সঙ্গে সঠিকভাবে একীভূত করা সম্ভব হয়নি। সবাই ৩৭০ ধারা বিলোপ করতে চেয়েছিল। এক ধাক্কায় তা সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ অমিত শাহ বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে কংগ্রেস বিজেপিকে তুলোধোনা করত, কিন্তু এখন তা নিয়ে কাজ চলছে।’