পাগলা কুকুরের তান্ডব! একের পর এক শুক্রবারে দুপুর সাড়ে তিনটা নাগাদ বিলোনিয়া হাসপাতালে ভিড় জমাতে শুরু করে আহতরা!!চারদিকে শুধু চিৎকার চেঁচামেচি!!!আতঙ্কিত হয়ে পড়ে জনগণ।

রাস্তার মধ্যে যাকে পাচ্ছে তার উপর ঝাঁপিয়ে পরছে কুকুরটি । বিলোনিয়া আর্যকলোনী থেকে শুরু হয়ে পাগলা কুকুরের থাবা। এরপর বেলটিলা, এক নং টিলা, গিরিধারি, কলেজ স্কোয়ার, এক্সিস ব্যাঙ্কের সামনে চলে এই পাগলা কুকুরের তান্ডব। পড়ুয়া ছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রেহাই পায় নি কুকুরের কামড় থেকে। একের পর এক আহত হয়ে বিলোনিয়া হাসপাতালে উঠেছে কুকুরের কামড়ে আহতরা। বিলোনিয়া হাসপাতালে ভেকসিন প্রাপ্ত রেকর্ডের সংখ্যা থেকে জানা যায় ১৭ জনকে কুকুরের কামড়ে আহত করেছে। অপরদিকে বেসরকারীভাবে কুকুরের কামড়ের সংখ্যা ২১ জন বলে জানা যায়। পাগলা কুকুরের তান্ডবের খবর ছড়িয়ে পড়েতেই বিলোনিয়া পৌর পরিষদের কর্মীরা খোঁজ শুরু করেছে পাগলা কুকুরকে ধরার জন্য। জানা যায়, বিলোনিয়া মেচ ফ্যাক্টরির সামনে কিছু যুবক এই পাগলা কুকুরকে আটক করে নিধন করার পর জনগণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস আসে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post জাল সার্টিফিকেট দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ৩ জনের ৪ বছরের জেল!
Next post শাসক দলের নারী নেত্রীর স্বামীর বিরুদ্ধে বহিঃ রাজ্যের দুই যুবককে অপহরণের অভিযোগ! পুলিশের জালে দেবর!!
%d bloggers like this: