ঊনকোটি জেলার কৃষকদের চলতি সমস্যা নিরসনে তিন দফা দাবীতে সারাভারত কৃষক সভা ঊনকোটি জেলা কমিটির উদ্যেগে জেলাশাসকের কাছে স্বারকলিপি দেওয়া হয়েছে বলে আঠারো মে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান সারা ভারত কৃষক সভার ঊনকোটি জেলা কমিটির সম্পাদক ইনুছ মিঞা খাদিম। সাংবাদিক সম্মেলনে ইনুছ মিঞা খাদিম বিস্তৃত ভাবে জানাতে গিয়ে জানান যে, গতকাল বুধবার সন্ধ্যায় সংগঠনের জেলা সম্পাদক ইনুচ মিঞাঁ খাদিমের নেতৃত্বে ৫ জনের প্রতিনিধিদল জেলা শাসক তরিৎকান্তি চাকমার হাতে স্বারকলিপি তোলে দেন।প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলকান্ত সিনহা,পিযূস চক্রবর্তী, সুব্রত দাস ও রণজিৎ দেবনাথ। তিন দফা দাবীর বিষয়ে জেলাসম্পাদক ইনুচ মিঞাঁ খাদিম সংবাদ মাধ্যমকে জানান,রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে অন্যদের সাথে জেলার কৃষকদের রুটিরুজির উপর আঘাত নামিয়ে আনা হয়েছে। জেলার ৬৬ জন কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। অসংখ্য কৃষক পরিবারের দোকান ও বাড়ীঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে,রাবারবাগান,আগর বাগানে আগুন, ফিসারীতে বিশ ঢেলে দেওয়া হয়। এসব ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে প্রশাসনের তরফে আর্থিক সহায়তা করতে হবে। দ্বিতিয়ত হলো, চলতি খরা মরসুমে জেলার ১৭৬টি এল.আই প্রজেক্টর মধ্যে প্রায় ৬০ শতাংশ এল.আই প্রজেক্ট বন্ধ হয়ে রয়েছে। নষ্ট প্রজেক্টগুলো অবিলম্বে মেরামত করে জলসেচের ব্যাবস্থা করতে হবে। তৃতীয়ত জেলার বিভিন্ন তহশিলে জমি নামজারি স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে। তাতে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন কৃষকরা। এই নামজারির কাজ প্রশাসনের তরফে ত্বরান্নিত করতে হবে।সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নীলকান্ত সিনহা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চারজনের বেধরক মারে আধমরা এক যুবক
Next post অটো ও মারুতি ওয়াগন গাড়ির ভয়াবহ সংঘর্ষে আহত ৪
%d bloggers like this: