বিশালগড় নিউ মার্কেট রাম ঠাকুর আশ্রমের পাশে এক ব্যবসায়ীর দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা অল্পেতে রক্ষা পায় দোকান, শুক্রবার গভীর রাতে, ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় পৌর পরিষদের কাউন্সিলর সহ বিশালগড় থানার পুলিশ। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা। জানাযায় বিশালগড় নিউ মার্কেট রাম ঠাকুর আশ্রম সংলগ্ন ব্যবসায়ী প্রশান্ত সাহা পিতা-মৃত জহরলাল শাহর বাজে মাল দোকানে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দোকানের সামনে যখন আগুন দাউদাউ করে জ্বলে ওঠে ঠিক সেই সময়ই রাত একাই দোকানের পাশে থাকা বাড়ির লোকেরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। নিজেদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পেতে রক্ষা পায় প্রশান্ত সাহা মুদির দোকান। তবে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে পারেনি ব্যবসায়ী প্রশান্ত সাহা। এ বিষয়ে বিশালগড় থানা পুলিশ ঘটনা লিপিবদ্ধ করে নিয়ে গেছেন পাশাপাশি ছুটে আসেন শনিবার সকালে ওর পরিষদের কাউন্সিলর রতন দেব সহ অন্যান্যরা। তবে উক্ত ঘটনার সঙ্গে কোনো রকম রাজনৈতিক বিষয় জড়িত নয় বলে স্পষ্ট তো জানিয়েছেন ব্যবসায়ী প্রশান্ত সাহা। এ ঘটনার সঙ্গে এলাকার নেশাগ্রস্ত যুবকরা জড়িত আছেন বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী এই নিয়ে দেখা দেয় তীব্র উত্তেজনা।