ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে বিজেপি কৈলাশহর মন্ডলের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর শহরে এক অভিনন্দন র্যালী অনুস্টিত হয়। অভিনন্দন র্যালীটি পাইতুরবাজার এলাকায় অবস্থিত দলীয় অফিস প্রাংগন থেকে শুরু হয়ে কৈলাসহর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ফের পাইতুরবাজার এলাকায় অবস্থিত দলীয় অফিস প্রাংগন এসে সমাপ্ত হয়। অভিনন্দন র্যালীর নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী তথা কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা দেবরায়, বিজেপি কৈলাসহর মহিলা মোর্চার মন্ডল সভাপতি মুক্তা পাল, বিজেপি নেতা অরুণ সাহা সহ আরও অনেকে। অভিনন্দন র্যালীতে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। অভিনন্দন র্যালী শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী তথা কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা দেবরায় জানান যে, আজ ভারতীয় মহিলাদের জন্য খুবই খুশীর দিন। দেশের এক জনজাতি মহিলাকে দেশের রাস্ট্রপতির জন্য নির্বাচিত করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদীর জন্যেই এরকম ব্যাতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা বিজেপি সরকার ছাড়া অন্য কোনো দলের সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারবেনা