৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী বিরজিত সিনহা গেলেন সিপিআইএমের জেলা কার্যালয়ে। শনিবার দুপুর ১২ টার সময় কৈলাশহর স্থিত সিপিআইএম ঊনকোটি জেলা দপ্তরে এসে উপস্থিত হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা।বিরজীৎ সিনহা সিপিআইএম জেলা অফিসে গিয়ে সিপিআইএম জেলা এবং মহাকুমা নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সিপিআইএম দলের নেতাদের সাথে সভা শেষে সিপিআইএম দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তীর সাথে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করেন। আবারও দর্শকদের জানিয়ে রাখছি এই মুহূর্তে অত্যান্ত গুরুত্বপূর্ণ খবর। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ঊনকোটি জেলা দপ্তরে আজ দুপুর 12 ঘটিকার সময় এসে উপস্থিত হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে দুই দলের নেতাদের মধ্যে রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে বিরোজিৎ সিনহা ছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান ।প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা সিপিআইএম জেলা দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শুনাবো আপনাদের।