এবার মিড ডে মিলে খাবারের দুর্নীতির অভিযোগ উঠল বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের বিরুদ্ধে সোমবার সকাল ১১ঃ৩০ মিনিটে। বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে ছাত্রছাত্রীদের যে মিড ডে মিলের চাল রান্না করা হয় তা গুণগতমান একবারে নিম্নমানের যা খাওয়ার পর বিভিন্ন ভাবে ছাত্রছাত্রীদের শরীর খারাপ হচ্ছে। স্কুলের শিক্ষিকা জানিয়েছেন এই বিষয়ে আইএস কে জানানো হয়েছে কিন্তু উনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। জানিয়ে এক প্রকার তীব্র উত্তেজনা দেখা দেয় অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। মিডে মিলে রান্না করা চালের গুণগতমান একেবারেই ভালো নয় বলে স্বীকার করে নেন স্কুলের শিক্ষিকা।ইংলিশ মিডিয়াম স্কুলে বিভিন্ন সমস্যা নিয়ে পরিদর্শনে আছেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জনপুর কায়েস্ত সহ অন্যান্যরা, পরে স্কুলের শিক্ষক শিক্ষিকার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মহকুমা শাসক সহ অন্যান্যরা।সোমবার দুপুরে ইংলিশ মিডিয়াম স্কুলের ভিন্ন সমস্যা নিয়ে স্কুলের মূল ফটক ঘেড়াও করে রাখেন অভিভাবকরা, তাদের দাবি এই স্কুলের পরিকাঠামো ঠিক করতে হবে, পরে উচ্চপদস্থ আধিকারিক দের আশ্বাসে ঘেড়াও মুক্ত করেন।বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে বিভিন্ন অভিযোগে প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী দিকে ,এখন দেখার বিষয় খবর প্রকাশিত হবার পর রাজ্যের শিক্ষা দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে তাকিয়ে রয়েছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী।