খোলা বাজারে বিক্রি হচ্ছে রাবার মিশ্রিত গরুর দুধ।। আতঙ্কিত ক্রেতারা। ঘটনা নূতন বাজার আশ্রম চৌমুহনী বাজারে।।ঘটনার বিবরণে যানা যায় অম্বোবচীতে খোলা বাজার থেকে কিনে আনা দুধ বাড়িতে নিয়ে জাল দেওয়ার সাথে সাথে রাবারে পরিনত হয়ে যায়।। এতে এই ক্রেতারা সাথে সাথে নতুনবাজার আশ্রম চৌমুহনী বাজারে নিয়ে আসে এবং দুধ কেনা বা পান করার আগে অবশ্যই একবার পড়খ করে নিন! আপনার দুধে রাবার মিশিয়ে নেই তো?