পুলিশের টহলদারী থাকা সত্ত্বেও,অফিসের তালা ভেঙ্গে চোরের দল হাতিয়ে নেয় বেশ কিছু মুল্যবান সামগ্রী । ঘটনা বুধবার খোয়াই পদ্মবিল এলাকাস্থিত বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে । জানা যায় বুধবার গভীর রাতে পুলিশের টহলদারীকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে,অফিসের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে চোরের দল,এবং হাতিয়ে নেয় অফিসের বেশ কিছু মুল্যবান সামগ্রী । বৃহস্পতিবার সকাল ১০টায় দপ্তরের কর্মিরা অফিসে এসে দেখতে পায় অফিসের তালা ভাঙ্গা, এবং অফিসের ভিতরের সমস্ত সামগ্রী লন্ড ভন্ড হয়ে আছে । সাথে সাথেই খবর দেওয়া হয় বাজালবাড়ি পুলিশ ফাঁড়িতে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাজালবাড়ি ফাঁড়ির পুলিশ,এবং একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেন । ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যাবস্তা নিয়ে উঠছে প্রশ্ন । এলাকাবাসীর প্রশ্ন পুলিশের টহলদারী থাকা সত্তেও যদি একটি সরকারী দপ্তরের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করতে পারে চোরের দল তাহলে,সাধারন মানুষ কতটা নিরাপদ ? অন্যদিকে মামলা নিয়ে তদন্ত শুরু করলেও চোরি যাওয়া সামগ্রী কতটা উদ্ধার করতে পারবে পুলিশ এই দিকে তাকিয়ে দপপ্তরের কর্মিসহ সাধারন মানুষ ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অধীর রঞ্জন চৌধুরী সাক্ষাত্কারে ইডিকে “ইডিয়ট” বলেছেন, তা নিয়ে বিতর্কের মুখে অধীর
Next post কাজের সূত্রে চেন্নাই যাওয়া ত্রিপুরার মেয়ের ফাঁসিতে আত্মহত্যা ঘিরে এলাকায় শোকের ছায়া
%d bloggers like this: