গণতন্ত্রের দুশমনদের এই রাজ্য থেকে উৎখাত করা শুধু সময়ের অপেক্ষা | নির্বাচন ঘোষণা দিলেই সারা রাজ্যের গণতন্ত্র প্রিয় সবকটি রাজনৈতিক দল এক জোটে যুদ্ধ ঘোষণা করবে তাদের বিরুদ্ধে, বললেন সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী | নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই তেজী হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের শাসক বিরোধী সব কয়টি রাজনৈতিক দল | প্রধান বিরোধী দল সিপিআইএম ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ঘরোয়া সভা পথসভা ও বিক্ষোভের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে | সোমবার সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ওপ্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এর নেতৃত্বে রাজধানীতে সংঘটিত হয় এক বিক্ষোভ মিছিল | সিপিআইএম ঢুকলে অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত মিছিল বিভিন্ন পদ পরিক্রমা করে গিয়ে মিলিত হয় এক পথ সভায় | সেখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ত্রিপুরা থেকে এই সরকারটাকে উৎখাত করা শুধুমাত্র সময়ের অপেক্ষা | এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাক্তন সংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্য সিপিআইএম নেতৃবৃন্দ |