গাছ কাটতে গিয়ে গাছের নীচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের।ঘটনা ঘটলো খোয়াইয়ে ধলাবিল এলাকায়। ঘটনা শুক্রবার দুপুর আনুমানিক বেলা দুটা নাগাদ খোয়াই থানাধীন ধলাবিল গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়।নিহত শ্রমিকের বাড়ী অজগরটিলায়। জানা যায় যে,সংশ্লিষ্ট এলাকার জনৈকা লক্ষী বিশ্বাস নিজের বাড়ীতে ঘরের সাথে একটি বড় আম গাছ ছিল। আমগাছ কাটার প্রয়োজন পড়ে ।গৃহকর্ত্রী এজন্য তিনজন করাতি শ্রমিক নিয়োগ করে এদিন আমগাছটি কাটাচ্ছিলেন।অজয় সরকার (৫০) সহ আরো দুই জন শ্রমিক সকাল থেকে গাছ কাটার কাজ করছিল।এক শ্রমিক করাত দিয়ে গাছের গোড়ায় কাটছিলেন।বাকী দুইজন শ্রমিক গাছের সাথে দড়ি বেঁধে গাছটিকে নিয়ন্ত্রন করছিলেন।কিন্তু গোড়ার দিকে যখন কাটার কাজ প্রায় শেষ , তখন আচমকাই গাছটি পাশের অন্য একটি গাছের সাথে লেগে অজয় সরকার নামের করাতি শ্রমিকের ওপর পড়ে যায়।শ্রমিকটির বুকের ওপর পড়ে গাছটি।ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয় সরকারের।দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেশিন দিয়ে গাছের লক কেটে নিহতের দেহ গাছের নীচ থেকে বের করেন।নিহত করাতি শ্রমিকের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে এনে রেখেছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post লক্ষ একটাই দেশের যুব সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়- বার্তা মন্ত্রী সুশান্ত চৌধুরীর।
Next post রাজ্যে ঘাস ফুল ফুটাতে মরিয়া হয়ে প্রচারে বেস্ত ত্রিনমূল কংগ্রেস।
%d bloggers like this: