
গাছের সঙ্গে গাছের বিয়ে? তাও কি সম্ভব? কি ভাবছেন এ আবার কেমন কথা? না এমনটাই হল! তাও আবার আমাদের ত্রিপুরায়! মানুষের বিয়ে হয় স্বাভাবিক। ব্যাঙের বিয়েও শুনেছেন! কিন্তু গাছের বিয়ে? অবিশ্বাস্য হলেও তা-ই হল এবার। ত্রিপুরার শান্তির বাজার মহকুমার লাউগাঙ্গ বারুনী মেলার মাঠে অনুষ্ঠিত হল দুটি গাছের বিয়ে, উল্লেখ্য গত 1994সালে এলাকারই বাসিন্দা প্রয়াত রাখাল সোম মেলা প্রাংগনে পূরনারথী দের ছায়া প্রদানের উদ্দেশ্যে এই গাছগুলো লাগান।প্রথা রয়েছে একোই যায়গায় বট এবং অশ্বত্ব গাছ থাকলে তাদের মধ্যে বিয়ে দিতে হয়,এতে এলাকার শান্তি সম্প্রীতি নাকি অক্ষুন্ন থাকে। আর সেই প্রথা মেনেই বারণী মেলা কমিটি মেলা শেষ হওয়ার কিছুদিন পরেই অর্থাৎ রবিবার দিন গঙ্গা মায়ের প্রতিমা সামনে দুটি গাছের বিবাহ সম্পন্ন করেন।, এই বিবাহ সম্পর্কে মেলা কমিটির কাছে জানতে চাইলে তারা জানান বিগত বেশ কয়েক বছর ধরে তারা অপেক্ষা করছিলেন কখন কিভাবে এই বিয়ে সম্পন্ন করা যায় অবশেষে সর্বসম্মতি কমে দুটি গাছের বিয়ে সম্পন্ন হল, অনুষ্ঠান শেষে আগত দর্শক দের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদেরও।
