আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্পন্ন হল নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়া । এরপর পর্যায় ক্রমে মঙ্গলবার থেকে শুরু হল মনোনয়ন পত্র স্কুটিনি প্রক্রিয়া। এদিন সদর এস ডি এম কার্যালয়ে সমস্ত রাজনৈতিক দলের মনোনয়ন পত্র স্কুটিনি প্রক্রিয়া চলে সারা দিন ব্যাপী। এবিষয়ে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার জানান, এই কেন্দ্রে মোট ১০টি মনোনয়ন পত্র জমা পড়েছিল ।এরমধ্যে একটি পর্যাপ্ত তথ্যের অভাবে বাদ হয়ে গেছে। বাকি নয়টি মনোনয়ন পত্র গ্রহন করা হয়েছে l অপরদিকে, ৮ টাউন বড় দোয়ালি কেন্দ্রের রিটার্নিং অফিসার জানান, এই কেন্দ্রে মোট ১৩টি মনোনয়ন পত্র জমা পড়েছে । সব গুলোকেই গ্রহন করেছি l প্রসঙ্গত, গোটা রাজ্যেই চলছে এই মনোনয়ন পত্র স্কুটিনি প্রক্রিয়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।এই বাজেটে আসতে পারে ৩৬টি বিল।
Next post উদ্ধার বিপুল পরিমাণে অবৈধ চেরাই কাঠ।
%d bloggers like this: