ফের একবার গোপন খবরের ভিত্তিতে রবিবার আগরতলায় রাণী কমলাবতি এক্সপ্রেস থেকে ৩৫ প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা সহ বহিঃ রাজ্যের ছয়জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার আরপিএফ কর্মীদের কাছে গোপন খবর ছিল যে রাণী কমলাবতি এক্সপ্রেসে করে বহিঃ রাজ্যের ছয় জন গাঁজা পাচারকারী গাঁজা নিয়ে আগরতলায় আসছে। সেই মোতাবেক আরপিএফ কর্মীরা তেলিয়ামুড়া রেল স্টেশনে থাকলেও ট্রেনটি তেলিয়ামুড়া স্টেশনে না থামায় পরবর্তী সময়ে আগরতলায় গিয়ে ছয়জন পাচারকারীকে আটক করা হয়। এরপর ঘটনাটি তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ আগরতলা গিয়ে রাতেই ধৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।উদ্ধারকৃত গাঁজা গুলি মোট ছয়টি ব্যাগে ছিল। গাঁজা গুলির বাজার মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।ধৃত দের এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ