ফের গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের তৎপরতায় ধর্মনগরে আটক করা হয় সাতজন বাংলাদেশী নাগরিককে । পুলিশ সূত্রে জানা যায়,২০২০ সালে কাজের উদ্দেশ্যে ভারতে অবৈধভাবে প্রবেশ করে ব্যাঙ্গালোরে দুটি পরিবার বসবাস করছিল । কিন্তু পুনরায় দেশে ফিরে যাওয়ার তাগিদে সোমবার হামসফর এক্সপ্রেসে করে ধর্মনগরে আসে তারা। তখন রাজবাড়ী এলাকা থেকে পুলিশ আটক করে সাতজন বাংলাদেশী নাগরিককে। ধৃতরা হলেন-মোহাম্মদ লিটন শেখ(৩৫), ফাতেমা বেগম(২৮) এদের দুই শিশু নুরুল আমিন ও নূর মোহাম্মদ তাদের বাড়ি বাংলাদেশের রতোদাঙ্গায়।অপর পরিবারটি হল-মোহাম্মদ মামুন রশিদ(২১) তার স্ত্রী আজিজা বেগম (১৯)ও তাঁদের ছেলে ইয়াসিন বেগম। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে। পুলিশ সূত্রে আরো জানা যায়,ঊনকোটি জেলার কৈলাশহর হয়ে দালাল মারফত বাংলাদেশ প্রবেশের উদ্দেশ্যে নাকি তাঁরা ধর্মনগরে নেমে পড়েন। পরবর্তীতে কৈলাশহরে যাবার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আটক করে এই সাতজন বাংলাদেশী নাগরিককে। ধর্মনগর থানার পুলিশ তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে । মঙ্গলবার এদের ধর্মনগর আদালতে সোপর্দ করা হয়।