বুধবার সন্ধ্যায় চড়িলাম বিওসি সংলগ্ন সড়কে TR061767 নাম্বারের ট্রাকের সঙ্গে TR01H9779 বাইকের সংঘর্ষ ঘটে এতে বাইকে থাকা পার্থ বণিক রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে আসে তবে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। তবে প্রতিনিয়ত বিশালগড় অত্র এলাকায় যান দুর্ঘটনা হিড়িক লেগেছে। যান দুর্ঘটনা বন্ধ করতে প্রশাসন নীরব।