ভারত শুধু চাঁদে মহাকাশযান পাঠাতেই পারে না, তাকে ফের পৃথিবীতে ফিরিয়েও আনতে পারে। তা দেখিয়ে দিল ইসরো। সোমবার চন্দ্রাভিযানে নতুন সাফল্য পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনল ইসরো। এই প্রোপালশন মডিউলে চেপেই চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। বিক্রমের অবতরণের পর, এতদিন চাঁদের কক্ষপথেই ঘুরছিল প্রোপালশন মডিউল। লক্ষ্যে সফল হওয়ার পর, এবার চন্দ্রযান-৩-এর এই অংশটিকে পৃথিবীর কাছাকাছি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা।এর আগে চাঁদে সফল অবতরণের পর, চাঁদের বুকে লাফ দিয়েছিল বিক্রম ল্যান্ডার। ইসরো প্রাথমিকভাবে ,সেই পরীক্ষার পরিকল্পনা না করলেও, সেটা ছিল দ্বারা ইসরোর অনেক বড় কীর্তি। কারণ, সেই পরীক্ষায় চাঁদে মহাকাশ যানের ইঞ্জিনকে ফের চালু করা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ন্ত্রণ করার বিষয়ে ইসরোর ক্ষমতা স্পষ্ট হয়ে গিয়েছিল l