চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের ক্ষোভের পাহাড় যেন ক্রমশ তেজী হয়ে উঠছে রাজ্যে। প্রায় প্রতিদিনই চাকরির দাবিতে রাস্তায় নামছে সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। বিগত বেশ কিছুদিন ধরেই তারা দফায় দফায় মন্ত্রী আধিকারিকদের সাথে দেখা করে দাবি জানিয়ে আসছে অবিলম্বে শূন্যপদ গুলি পূরণ করার জন্য যোগ্যতা সম্পন্ন সবাইকে একসাথে নিয়োগ করার। একই দাবি নিয়ে মঙ্গলবার চাকুরী প্রত্যাশী যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতীরা আবারো শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করার জন্য ছুটে যান মন্ত্রীর বাসভবনে। কিন্তু এদিন মন্ত্রী দেখা করার সুযোগ না দিলে বেকাররা বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপ্রকার জোর জবরদস্তি ভাবে বেকার যুবক-যুবতীদের গ্রেপ্তার করে এ ডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই সাময়িক সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠে মন্ত্রীর বাসভবন প্রাঙ্গণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পারিবারিক অশান্তির জেরে আবারো গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ
Next post রাসলীলা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা
%d bloggers like this: