প্রতি বছরের মত এবছরও
চৈএ মেলা সংক্রান্ত নানা বিষয় নিয়ে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিন আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে হয় এই সাংবাদিক সম্মেলন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে মেয়র বলেন, এবার রাজধানীর চৈএ মেলায় অংশ নেওয়া ক্ষু্দ্র ব্যবসায়ীদের কাছ থেকে কোন প্রকার টাকা নেবে না পুর নিগম। এবছর আমরা ৫৩৮ জন ক্ষু্দ্র ব্যবসায়ীকে জায়গা দেওয়ার চেষ্টা করছি। তবে তাদেরকে দুই জায়গায় বসতে দেওয়া হবে। যাতে ব্যবসার ক্ষেত্রে কোন অসুবিধার সম্মুখীন না হতে হয় বলে মেয়র জানান।