এবার ছয়দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শুক্রবারই সফর শুরু হবে মোদীর। জাপান, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। ১৯ মে থেকে ২৪ মে জি৭ ও কোয়াড সহ তিনটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সম্মেলনে যোগ দেবেন মোদী। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে মোদীর এই বিদেশ সফরের কথা ঘোষণা করা হয়েছে।সফরের প্রথম পর্যায়েই জাপানে যাবেন মোদী। জাপানের হিরোশিমা শহরে ১৯ থেকে ২১ মে জি-৭ উন্নত অর্থনীতির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি খাদ্য, সার এবং জ্বালানি নিরাপত্তা সহ বিশ্বের সামনে একাধিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জাপান থেকে মোদী পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবি যাবেন। যেখানে তিনি ২২ মে প্রধানমন্ত্রী জেমস মারাপের সঙ্গে যৌথভাবে ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশনের তৃতীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। এই প্রথম পাপুয়া নিউ গিনিতে ভারতের কোনও প্রধানমন্ত্রী যাচ্ছে। ফলে এই সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। উল্লেখ্য, ২০১৪ সালে চালু হয় এফআইপিআইসি। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ১৪টি দেশ – ফিজি, পাপুয়া নিউ গিনি, টোঙ্গা, টুভালু, কিরিবাতি, সামোয়া, ভানুয়াতু, নিউ, ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, পালাউ, নাউরু এবং সলোমন দ্বীপপুঞ্জ এই সংগঠনের সঙ্গে জড়িত। পাপুয়া নিউ গিনির সফর শেষে ২২ মে তিনি অস্ট্রেলিয়া যাবেন। সেখানে আগামী ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত কোয়াড সামিটে যোগ দেবেন তিনি। এই সামিটের আয়োজন করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানিজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই বৈঠকে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আগরতলা থেকে কলকাতা স্পেশাল ট্রেন চালু হল আজ
Next post এবছর আরও দেরিতে দেশে প্রবেশ করবে বর্ষা।
%d bloggers like this: