গৃষ্ম কাল এর রসালো এবং সুস্বাদু ফলটি হল আনারস। আবার অর্থকরী ফল গুলির মধ্যে আনারস একটি অন্যতম। এই ফলের চাষ করে প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজনরা বর্তমানে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। টিলাভূমিতে জুম চাষের পাশাপাশি রিয়াং জনজাতির মানুষজনরা আনারস চাষের প্রতি মনোযোগী হয়ে উঠেছে। মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে হাজরা পাড়া এলাকার জনজাতিরা জুম চাষের পাশাপাশি আনারস চাষ করছে। এই এলাকার রিয়াং জনজাতির এক আনারস চাষি কাজিরাং রিয়াং জানান অন্যান্য বছরের ন্যায় এবছর ও টিলাভূমিতে চারা গাছ রোপন করেছেন। তবে ওই চারাগাছ গুলি নিজের গাঁটের অর্থ ব্যয় করে ক্রয় করেছেন। কিছু সরকারি সহযোগিতা ও পেয়েছেন বলে জানান। বর্তমানে ওইসব আনারস গাছ গুলি পরিপক্ক হয়ে ফলনও শুরু করেছে। এমনটা প্রত্যক্ষ করা হাজরা পাড়াতে। ওই আরো জানান আনারস তেলিয়ামুড়া বাজারে এনে বাজারজাতও করবেন। কারণ সোমবার এবং শুক্রবার এই দুটি দিন তেলিয়ামুড়া বাজারের সপ্তাহিক হাটবার। এই দুটি দিনে প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজনরা তাদের উৎপাদিত কৃষিজ ফসল তেলিয়ামুড়া বাজারে এনে বিক্রি করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন এক নেতা
Next post পানীয় জলের সমস্যায় পথ অবরোধ করে প্রমিলা বাহিনীরা।
%d bloggers like this: